রানির সম্মানে বন্ধ রাখা হলো ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
রানির-সম্মানে-বন্ধ-রাখা-হলো-ইংলিশ-প্রিমিয়ার-লিগ
গ্রেট বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব। মৃত্যুতে গোটা ব্রিটেনেই নেমে এসেছে শোকের ছায়া। এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুক্রবার দ্য ওভালে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করে। এবার বন্ধ করে দেয়া হলো ইংলিশ প্রিমিয়ার লিগও।
শুক্রবার এক বিবৃতিতে এই সপ্তাহে লিগের সব ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগ। বিবৃতিতে জানানো হয়, ‘রানি এলিজাবেথের অসাধারণ জীবন এবং কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সন্ধ্যার ম্যাচসহ এই সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।’
আজ সকালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এক জরুরি বৈঠকে বসে। সেখানেই এই গেমউইকের সব খেলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বিবৃতিতে রানির মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘দীর্ঘকাল দেশের সেবা করার জন্য রানির প্রতি আমরা এবং আমাদের ক্লাবগুলো শ্রদ্ধা জ্ঞাপন করছি। শুধু দেশের জন্যই নয়, পুরো দুনিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে তার গুণগ্রাহীদের জন্য এটা অত্যন্ত দুঃখের সময়। তার মৃত্যুতে যারা শোক পালন করছে তাদের প্রতি সংহতি জানাচ্ছি।’
যুক্তরাজ্যে রাষ্ট্রীয় শোক চলাকালে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচগুলোর ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে বিবৃতিতে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্কটল্যান্ডের বালমোরালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ।
নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানির মৃত্যুর পর যুক্তরাজ্য ১০ দিনের শোক পালন করতে যাচ্ছে।