নিরক্ষরমুক্ত দেশ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৬:১০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
নিরক্ষরমুক্ত-দেশ-গড়তে-সরকার-অঙ্গীকারবদ্ধ-গণশিক্ষা-প্রতিমন্ত্রী
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের শিক্ষা ও সাক্ষরতার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সভাপতির বক্তৃতায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেন, দেশের ১৭ কোটি মানুষকে মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে ‘মানব পুঁজি’ গড়ে তোলার জন্য সম্মিলিত প্রয়াসে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনএফই’র মহাপরিচালক মু. নুরুজ্জামান শরীফ, ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সোহেল ইমাম খান প্রমুখ।