বিশ্বকাপের আগে হেইডেন ফের পাকিস্তান দলে
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
বিশ্বকাপের-আগে-হেইডেন-ফের-পাকিস্তান-দলে
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেট ম্যাথু হেইডেনকে পুনরায় কোচিং স্টাফ হিসেবে দলে ফেরালো। দলের টিম মেন্টর হিসেবে নেয়া হয়েছে তাকে।
এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে ছিলেন হেইডেন। ওইবার সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলো জিতেছিল বাবর আজমের দল।
কিন্তু সেমিফাইনালে আর পেরে উঠতে পারেনি তারা। হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। পিসিবি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন হেইডেন।
বাংলাদেশ ও স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে ওই দিন ক্রাইস্টচার্চ থেকে অস্ট্রেলিয়ায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। গত বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত যেতে দলকে অনুপ্রাণিত করায় আবারও হেইডেনকে ফেরানো হয়েছে বলে পিসিবি জানায়।
আর অস্ট্রেলিয়ান কন্ডিশন সম্পর্কেও তার কাছ থেকে অনেক কিছু জানা যাবে।
এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘পাকিস্তান দলে হেইডেনকে আবারও স্বাগত জানাই। তিনি বিশ্ব স্বীকৃত একজন, পারফর্মার হিসেবে প্রমাণিত। অস্ট্রেলিয়ান কন্ডিশন সম্পর্কে তার জ্ঞাণের ভান্ডার রয়েছে। আমি আত্মবিশ্বাসী আমাদের প্রতিভাবান ক্রিকেটারদের বিশ্বকাপ ও ভবিষ্যৎ সফরের জন্য তার সঙ্গ অনেক উপকারী হবে।’
হেইডেন বলেন, আমি মনে করি অস্ট্রেলিয়ায় সাফল্য পাওয়ার মতো যা দরকার, তা এই পাকিস্তান দলের আছে। কন্ডিশন তাদের সঙ্গে মানানসই হবে, ব্যাটিং ও বোলিং উভয় দিক থেকে। আমি নিশ্চিত গত বছর আমিরাতে যেমন হয়েছিল, এই বিশ্বকাপেও একইভাবে জ্বলবে তারা’