বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

২১ বছর নতুন প্রজন্মসহ জাতিকে অন্ধকারে রাখা হয়েছিল: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫:১০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

২১-বছর-নতুন-প্রজন্মসহ-জাতিকে-অন্ধকারে-রাখা-হয়েছিল-সংস্কৃতি-প্রতিমন্ত্রী

২১-বছর-নতুন-প্রজন্মসহ-জাতিকে-অন্ধকারে-রাখা-হয়েছিল-সংস্কৃতি-প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর নতুন প্রজন্মসহ জাতিকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো হয়নি, অন্ধকারে রাখা হয়েছে। এ সময় যারা জন্মগ্রহণ করেছে, তারা স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারেনি।

২১ বছরে জাতির যে ক্ষতি হয়েছে তা পূরণ হতে কমপক্ষে ৪২ বছর সময় লাগবে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানাই, শিশুদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে শিশু সংগঠন খেলাঘর এর ৭০ বছর পূর্তি উপলক্ষে খেলাঘর ঢাকা মহানগর উত্তর আয়োজিত খেলাঘর ঢাকা মহানগর উত্তর সম্মেলন ২০২২-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি বলেন, আজকের শিশুরা অনেক বেশি মেধাবী ও প্রতিভার অধিকারী। তারা দেশ-বিদেশ সম্পর্কে অনেক জ্ঞান রাখে। তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠন কোনোকঠিনতর কাজ হবে না।

অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কে এম খালিদ বলেন, নবম জাতীয় সংসদে আমি যখন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হই, তখন তারা ঠিকমতো জাতির পিতার নাম বলতে পারতো না এবং স্বাধীনতার ইতিহাস জানতো না। কিন্তু এখন প্রথম শ্রেণির শিক্ষার্থীও সঠিকভাবে জাতির পিতার নাম বলতে পারে। অভিভাবকরাই এখন শিশুদের সঠিক ইতিহাস শেখাচ্ছেন।