আকবর আলি খানের জানাজা সম্পন্ন
প্রকাশিত : ০৩:১০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
আকবর-আলি-খানের-জানাজা-সম্পন্ন
শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে দাফন করা হবে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বার্ধক্যজনিত নানা রোগে তিনি অনেক দিন ধরেই ভুগছিলেন। বৃহস্পতিবার হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নেয়া হয় হাসপাতালে।
আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান জানান, হার্ট অ্যাটাকে আকবর আলি খানের মৃত্যু হয়েছে। কবির উদ্দিন খান আরো বলেন, আকবর আলি খান বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাসে পড়াশোনা করেন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি। শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অনন্য এক ব্যক্তিত্ব।