রানির মুত্যুতে ইংলিশ প্রিমিয়ার লিগও বন্ধের পথে
প্রকাশিত : ০১:৩০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
রানির-মুত্যুতে-ইংলিশ-প্রিমিয়ার-লিগও-বন্ধের-পথে
গ্রেট বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব। মৃত্যুতে গোটা ব্রিটেনেই নেমে এসেছে শোকের ছায়া। এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুক্রবার দ্য ওভালে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করে।
এরই প্রভাব পড়তে যাচ্ছে ইংল্যান্ডের ফুটবলেও। সেই পথে এবার এগোচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। রানির মৃত্যুতে বন্ধ হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগও, জানাচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যম। ডেইলি মেইল জানাচ্ছে, অন্তত এই সপ্তাহান্তের ফুটবল সূচি স্থগিত করা হচ্ছে।
গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্কটল্যান্ডের বালমোরালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ। নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানির মৃত্যুর পর যুক্তরাজ্য ১০ দিনের শোক পালন করতে যাচ্ছে।
ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, শুক্রবার রাতে চ্যাম্পিয়নশিপে বার্নলি আর নরউইচ সিটির ম্যাচ আর লিগ টুতে ট্রানমেয়ার রোভার্স আর স্টকপোর্ট কাউন্টির ম্যাচটি স্থগিত হয়ে গেছে।
শনিবার বিকেলে চেলসি আর ফুলহ্যামের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের আসন্ন রাউন্ড শুরু হওয়ার কথা, সেদিন মাঠে গড়ানোর কথা আরও পাঁচ ম্যাচের। পরের দিন মাঠে গড়ানোর কথা আরও তিন ম্যাচ, এরপরদিন আরও একটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রানির মৃত্যুতে সব ম্যাচই পড়ে গেছে ধোঁয়াশায়।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এখন অপেক্ষা করছে সরকারি বিবৃতির। যে বিবৃতিতে শোক পালনকালে নির্দেশনা দেওয়া থাকবে।
রানির মৃত্যুতে ইতোমধ্যেই শোক জানিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছে। রানির মৃত্যুতে সারা পৃথিবী শোকে নিমজ্জিত হয়েছে।’