বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিরাটের অভিবাদনে যা বললেন আনুষ্কা

প্রকাশিত : ০১:২০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

বিরাটের-অভিবাদনে-যা-বললেন-আনুষ্কা

বিরাটের-অভিবাদনে-যা-বললেন-আনুষ্কা

এশিয়া কাপে বিরাট কোহলী দু’টি অর্ধশতরান করেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিরুদ্ধে শতরানও করে ফেললেন। আড়াই বছর অপেক্ষার পর শতরান। মাঠেই তার মুখে স্বস্তির হাসি দেখা গেল। তিনি ধন্যবাদ জানিয়েছেন, তার স্ত্রী আনুষ্কা এবং মেয়ে ভামিকাকে। উত্তর দিলেন বলিউড অভিনেত্রী।

দুবাইয়ের মাঠে ৬১ বলে ১২২ রান করেন বিরাট। ওপেন করতে নেমে অপরাজিত থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার শতরানের দাপটে ২১২ রান তোলে ভারত। আফগানিস্তানকে ১০১ রানে হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় তারা। যদিও এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে ভারত। ম্যাচ শেষে বিরাটের শতরানের ছবি পোস্ট করেন আনুষ্কা। সেই সঙ্গে তিনি লেখেন, ‘তোমার সঙ্গে সব সময়, সব কিছুর মধ্যে তোমার পাশে থাকব।’

শতরানের পর আনুষ্কার পাশে থাকার কথাই বলেন বিরাট। ইনিংসের মাঝে ৭১টি আন্তর্জাতিক শতরানের মালিক বলেন, ‘অনেক কিছু চলছিল। দলে ফেরার সময় প্রত্যেকে স্বাগত জানিয়েছিল এবং আমি যে ভাবে খেলতে চাই, সে ভাবেই খেলতে বলেছিল। বাইরে থেকে অনেকে অনেক কথাই বলছিল। আমরা পাত্তা দিইনি। শতরানের পর আংটিতে চুমু খেলাম। কারণ, আমার ফিরে আসা এবং সব সময় পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি অবদান এক জন মানুষেরই রয়েছে। সে আমার স্ত্রী আনুষ্কা শর্মা। এই শতরান সবার আগে ওকে এবং আমাদের মেয়ে ভামিকাকে উৎসর্গ করছি।’

View this post on Instagram

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আনুষ্কা যদিও বৃহস্পতিবার দুবাইয়ে ছিলেন না। তিনি রয়েছেন ইংল্যান্ডে। কিন্তু খোঁজ রেখেছিলেন স্বামীর খেলার। ম্যাচ শেষ হতেই তাই চলে এল তার বার্তা। বিরাট রান না পাওয়ার সময় বার বার আক্রমণ করা হয়েছে আনুষ্কাকে। বাদ দেওয়া হয়নি তার মেয়েকেও। বিরাটের রান না পাওয়ার জন্য তার স্ত্রী, মেয়েকে আক্রমণ করার প্রতিবাদও করেছেন অনেকে। কিন্তু কুরুচিকর মন্তব্য থেমে থাকেনি। সেই সব কিছুর উত্তর বৃহস্পতিবার মাঠেই দিলেন বিরাট।