বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৃত্যরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিল্পী!

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

নৃত্যরত-অবস্থায়-মঞ্চেই-মৃত্যুর-কোলে-ঢলে-পড়লেন-শিল্পী

নৃত্যরত-অবস্থায়-মঞ্চেই-মৃত্যুর-কোলে-ঢলে-পড়লেন-শিল্পী

নাচতে নাচতেই স্টেজে আছড়ে পড়লেন নৃত্যশিল্পী। দুরন্ত পারফরম্যান্সে দেখে হাততালি দিলো মুগ্ধ দর্শক। কিন্তু কিছুক্ষণ পর বোঝা গেল, স্টেজে এভাবে আছড়ে পড়া মোটেই স্বাভাবিক ছিল না। আসলে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান তিনি। আর কিছু পরেই মৃত্যু হয় তার।

বুধবার (৭ সেপ্টেম্বর) ভারতের জম্মুতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে  ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ওই নৃত্যশিল্পীর নাম যোগেশ গুপ্ত। পুরুষ হলেও পৌরাণিক নারী-পুরুষ উভয় চরিত্রে অভিনয় শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গণেশ উৎসব উপলক্ষে এদিন জম্মুর বিসনাহ এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে পার্বতী সেজেছিলেন যোগেশ।

ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে মঞ্চে আছড়ে পড়েন তিনি। দর্শকসহ সহশিল্পীরাও মনে করেছিলেন নাচ ও অভিনয়ের অংশ হিসেবেই মঞ্চে আছড়ে পড়েছেন যোগেশ। এমন জীবন্ত অভিনয় দেখে মুগ্ধ দর্শক হাততালিও দেয়।

আরো পড়ুন>> রানি এলিজাবেথের মৃত্যুতে নিভিয়ে রাখা হলো আইফেল টাওয়ারের বাতি

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেন, ওই অবস্থায় সাহায্য চেয়েছিলেন যোগেশ। কিন্তু দর্শকের হাততালি আর উৎসবের শব্দে কেউ তা শুনতে পাননি। এরপর এক শিল্পী মঞ্চে এসে যোগেশকে তুলে ধরার চেষ্ট করেন। কিন্তু বুঝতে পারেন কিছু একটা ঘটে গেছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

ভিডিওটি দেখুন...

एक और हादसा।

हंसते-गाते-नाचते हुए एक और मौत की LIVE तस्वीर। यह बहुत चिंताजनक ट्रेंड है। अब इसपर बहुत गंभीरता से व्यापक तरीक़े से बात होनी चाहये pic.twitter.com/FGPxQvWHit

— Narendra nath mishra (@iamnarendranath) September 8, 2022