বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪ বছরের শিশুর উপস্থিত বুদ্ধিতে বাঁচল মায়ের প্রাণ

প্রকাশিত : ১০:৫০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

৪-বছরের-শিশুর-উপস্থিত-বুদ্ধিতে-বাঁচল-মায়ের-প্রাণ

৪-বছরের-শিশুর-উপস্থিত-বুদ্ধিতে-বাঁচল-মায়ের-প্রাণ

চার বছরের ছোট্ট শিশু মন্টিকে মোবাইল ফোন আনলক করা এবং জরুরি হেল্পলাইনে কল করা শিখিয়েছিলেন মা। কিন্তু এই বিদ্যা যে একদিন পরেই তার জীবন বাঁচাবে, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি তাসমানিয়ার বাসিন্দা ওয়েন্ডি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) অ্যাম্বুলেন্স তাসমানিয়ার এক ফেসবুক পোস্ট থেকে জানা যায়, পেশায় নার্স ওয়েন্ডি চার বছর বয়সী সন্তান মন্টিকে ফোন কীভাবে আনলক করতে হয় তা শিখিয়েছিলেন। সবশেষ স্থানীয় অ্যাম্বুলেন্স সেবার হেল্পলাইন ‘০০০’-তে কল করা শেখান।

ঘটনার দিন বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান ওয়েন্ডি। তখন মায়ের শেখানো নিয়মে ফোন আনলক করে ০০০-তে কল দেয় চার বছরের মন্টি। অ্যাম্বুলেন্স তাসমানিয়ার ফোন অপারেটরকে সে বলে, ‘মা অজ্ঞান হয়ে গেছে’। বাড়ির কুকুরটি ডাকাডাকি করছে, কিন্তু সেটি বন্ধুসুলভ পোষ্য বলেও জানায় শিশুটি।

ফেসবুকের পোস্টে বলা হয়েছে, দুই প্যারামেডিক ঘটনাস্থলে গিয়ে বিস্মিত হন যে, শিশুটি জানতো কী কী করতে হবে। সে সব নির্দেশনা একেবারে ঠিকঠাক অনুসরণ করেছিল এবং ঘটনার সময় খুব শান্ত ছিল। মন্টি লোকদের বলছে, সে কোনো সুপারহিরো নয়। সে শুধু হিরো (নায়ক)।

শিশুটির মা জানান, ঘটনার দিন হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন এবং তার স্বামীকে ফোন করার চেষ্টা করেন। কিন্তু এরমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন। 

আরো পড়ুন>> ব্রিটেনের রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

ওয়েন্ডি বলেন, ঘটনার একদিন আগেই আমি মন্টিকে জরুরি সেবা নম্বরে ফোন করা শিখিয়েছিলাম। কিন্তু এত দ্রুতই সেটি কাজে আসবে ভাবিনি। সেদিন মন্টিই আমাকে বাঁচিয়েছে। ও-কে নিয়ে আমি গর্বিত।  

এদিকে উপস্থিত বুদ্ধি আর সাহসিকতার জন্য অ্যাম্বুলেন্স তাসমানিয়ার কাছ থেকে একটি সনদ উপহার পেয়েছে শিশু মন্টি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ফুলঝুরি তো রয়েছেই।

একজন লিখেছেন, রাতে তাকে খবরে দেখলাম। সে আমার হৃদয় ছুঁয়েছে। ছোট্ট একটা চ্যাম্পিয়ন।

আরেকজন বলেছেন, অসাধারণ কাজ করেছো মন্টি। তুমি নিশ্চিত এক হিরো। কেমন সাহসী ছোট্ট একটা মানুষ!

সূত্র: এবিসি নিউজ