সাগরে নিম্নচাপ, টানা চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রকাশিত : ০৬:১০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
সাগরে-নিম্নচাপ-টানা-চারদিন-ভারী-বৃষ্টির-পূর্বাভাস
কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত লঘুচাপ কেন্দ্রে বায়ুর গতিবেগ ছিল ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে। বর্তমানে এটি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ৩৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছে।
বৃহস্পতিবার সকালে আগামী ২৪ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যে প্রদেশ, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল। এর প্রভাব বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ (ডিউটি ফোরকাস্টিং অফিসার) শাহানাজ সুলতানা বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটা এখনো নিম্নচাপে পরিণত হয়নি। এটার প্রভাব ভারতের ওপর বেশি পড়বে বলে মনে হচ্ছে। তবে, এর প্রভাবে বাংলাদেশে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিন টানা বর্ষণ হবে।
জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, নিম্নচাপটি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে না। তবে, এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে। আগামী শনিবার চট্টগ্রাম ও কক্সবাজারে স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হবে। একইসঙ্গে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে'
জলবায়ু গবেষক জানান, রোব ও সোমবার দেশের প্রায় সব জেলায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল ও খুলনা বিভাগের অনেক জেলায় প্রবল ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও এই ২ দিনে ২০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই সময় সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যারা গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যান, তাদেরকে শুক্রবার রাতের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছেন গবেষক মোস্তফা কামাল।