২৪ ঘণ্টায় ২৭৫ ডেঙ্গুরোগী শনাক্ত
প্রকাশিত : ০৫:১০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
২৪-ঘণ্টায়-২৭৫-ডেঙ্গুরোগী-শনাক্ত
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭২১ জন ঢাকার মধ্যে এবং ১৬৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট সাত হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৪৪৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৫০৩ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে চিকিৎসা শেষে সাত হাজার ৩৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে পাঁচ হাজার ৭১৪ জন ঢাকার এবং বাকি এক হাজার ৩২০ জন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩১ জন।