বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবর আজম ‘বিরাট’ রোগে আক্রান্ত

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

বাবর-আজম-বিরাট-রোগে-আক্রান্ত

বাবর-আজম-বিরাট-রোগে-আক্রান্ত

আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে চলমান এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। বুধবারের এ জয় নিয়ে পাকিস্তান শিবিরে রীতিমতো বুনো উল্লাস চলছে।

তবে এর মাঝে একটি বিষয় দলটির টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলেছে। সেটা হচ্ছে অধিনায়ক তথা পাকিস্তান দলের প্রধান ব্যাটার বাবর আজমের ফর্ম। এশিয়া কাপে বাবর আজমের ব্যাট এখনো হাসেনি। রান খরায় ভুগছেন তিনি। গত চার ম্যাচে তার রান যথাক্রমে ১০(৯), ৯(৮), ১৪(১০), এবং ০(১) - মোট ৩৩।

এমন অফফর্মে থেকে এরই মধ্যে সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের কাছে টি-টোয়েন্টিতে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন বাবর। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন তিনি, স্বীকার হচ্ছেন কটাক্ষের।

আফগানিস্তানের বিপক্ষে গোল্ডেন ডাক মারার পর সেই সমালোচনা আরো তীব্রতর হয়েছে। নেটিজেনদের অনেকে তাকে কটাক্ষ করে বলছেন - এবার ‘বিরাট’ রোগে আক্রান্ত হয়েছেন বাবর আজম। 

ভারতের তারকা ব্যাটার কোহলির অফফর্মের রেফারেন্স টেনে কটাক্ষ করা হয়েছে বাবরকে। একজন ভারতীয় টুইট করে মজা করেছেন, ‘বাবর এবার বিরাটকে কপি করতে শুরু করেছে।’ 

আবার একজন বাবর ও বিরাট কোহলির হ্যান্ডশেকের ছবি পোস্ট করে লিখেছেন ‘এই সময় থেকেই বাবর নিজের ফর্ম হারিয়েছে।’ আরেকজন মজা করলেও বাবরের সমর্থনে লিখেছেন, ‘ওই হ্যান্ডশেকের পরে আর কিছুই ঠিক নেই। তবে এই মুহূর্ত পেরিয়ে যাবে। শক্ত থাকুন বাবর।’