হারানো এলাকা পুনর্দখলের দাবি জেলেনস্কির
প্রকাশিত : ১০:৫০ এএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
হারানো-এলাকা-পুনর্দখলের-দাবি-জেলেনস্কির
সম্প্রতি খারখিভ অঞ্চলে সম্ভাব্য সফলতার ব্যাপারে গুঞ্জন চলছিল। কিন্তু এখনো পর্যন্ত ইউক্রেনের কর্মকর্তারা এ বিষয়ে মুখ খুলেননি।
এ মুহূর্তে পুনর্দখল করা এলাকার নাম বলতে নারাজ জেলেনস্কি। তিনি বলেন, এখন নাম বলার সময় নয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তার জানান, ইউক্রেনের সেনাবাহিনী ধীর গতিতে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে এগোচ্ছে। ধীর গতিতে এগোলেও তা কার্যকরভাবে উন্নতি হচ্ছে।
গতকাল বুধবার রাতে জেলেনস্কি একটি ভিডিও বক্তব্যে বলেন, সম্প্রতি উঠা গুঞ্জন সত্যি করেছেন ইউক্রেনের সেনারা। এটি আমাদের জন্য ভালো খবর।
তিনি আরো বলেন, সেনাদের এমন অর্জনে আমাদের প্রত্যেক নাগরিকের গর্ব করা উচিত।
সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে কঠোর অভিযান পরিচালনা করছে ইউক্রেন। বিশেষ করে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিশাল আকারের পাল্টা আক্রমণ করছে ইউক্রেনীয় সেনারা।
এছাড়া ইউক্রেনের সেনারা খারখিভের দক্ষিণ ও পূর্ব দিকে অভিযান শুরু করেছে। ঐ এলাকা ছয় মাস ধরে রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
জানা গেছে, রাশিয়ার সামরিক যোগানের গুরুত্বপূর্ণ এলাকা ইজুম শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে ইউক্রেনের সেনারা।