বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুতিনের প্রশংসায় যা বললেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান

প্রকাশিত : ০৮:৫০ এএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

পুতিনের-প্রশংসায়-যা-বললেন-মিয়ানমারের-সামরিক-জান্তা-প্রধান

পুতিনের-প্রশংসায়-যা-বললেন-মিয়ানমারের-সামরিক-জান্তা-প্রধান

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং রাশিয়া সফর করছেন। বুধবার দেশটির প্রশান্ত মহাসাগরীয় শহর ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন মিন অং হ্লেইং। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কেবল ‘রাশিয়ার নয়, বরং পুরো বিশ্বের নেতা’ বলে প্রশংসা করেছেন এ জান্তা প্রধান।

মিয়ানমারের এ স্বৈরশাসক বলেন, আমি আপনার জন্য গর্ববোধ করি। আপনি যখন দেশটি শাসন করতে শুরু করলেন, বলা যায়- তখন থেকে রাশিয়া বিশ্বের এক নম্বর দেশ হয়ে উঠলো।

তার এ মন্তব্যের সময়  পুতিনকে মাথা নাড়তে দেখা যায়। এ সময় জেনারেল মিন অং হ্লেইং বলেন, আমরা আপনাকে কেবল রাশিয়ার নেতা বলব না, বরং আপনি পুরো বিশ্বের নেতা। কারণ আপনি পুরো বিশ্বের স্থিতিশীলতা নিয়ন্ত্রণ ও সংগঠিত করেন।

জবাবে পুতিন মিয়ানমারকে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার বলে অভিহিত করেন। তখন জেনারেল মিন অং হ্লেইং আরো একধাপ বাড়িয়ে বলেন, আপনার দেশটিও মহান ও ঐতিহাসিক।

মিন অং হ্লেইং বলেন, প্রায় ৩০ বছর আগে আপনারও কঠিন সময় ছিল। কিন্তু আপনি সেই সময় কাটিয়ে গেছেন। আপনার সহায়তায় এরইমধ্যে রাশিয়ায় নিবিড় উন্নয়ন ঘটেছে এবং আমরা আপনার দেশের উন্নয়নের গতি পর্যবেক্ষণ করছি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি হয়েছে।