বাবরকে হারিয়ে শুরুতেই হোচট খেল পাকিস্তান
প্রকাশিত : ১০:৩০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
বাবরকে-হারিয়ে-শুরুতেই-হোচট-খেল-পাকিস্তান
আফগানদের দেয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। কোনো রানের খাতা খোলার আগেই শুরুর ওভারের ২য় বলেই বাবর আজমকে এলবির ফাঁদে ফেলেন ফজল হক ফারুকী।
এশিয়া কাপের সুপার ফোরের আজকের ম্যাচে আফগানিস্তান শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান করে। এর ফলে পাকিস্তানকে তারা ১৩০ রানের লক্ষ্য দেয়।
এর আগে শুরুতেই ওপেনিং জুটি গুরবাজ ও জাজাই পাকিস্তানি বোলারদের ভালো মোকাবিলা করলেও শেষের দিকে এসে যেন থমকে যায় তাদের ইনিংসের গতি। পাক বোলারদের দাপটে ৬ উইকেটে টেনেটুনে ১০০ পার করে আফগানিস্তান। তারপর আর বেশিদুর এগুনো হয়নি তাদের। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে আফগান ব্যাটাররা ১২৯ রান করতে সমর্থ হয়।
শুরুতে টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। স্বভাবতই ব্যাট করতে নামে আফগানিস্তান।
তবে টস হারলেও ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তান। ২৯ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন হজরতউল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজ।
ইনিংসের চতুর্থ ওভারে হারিস রউফকে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় বলেই ক্যাচ তুলে দেন জাজাই। কিন্তু শর্ট থার্ডম্যানে বাউন্ডারিতে সহজ ক্যাচ ড্রপ করেন নাসিম শাহ।
অবশ্য পাকিস্তানকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি উইকেটের জন্য। এক বল পরেই দুর্দান্ত এক ডেলিভারিতে গুরবাজকে ১১ বলে ২ ছক্কায় ১৭ রানে বোল্ড করেন রউফ।
পরের ওভারে হাসনাইন বোল্ড করেন জাজাইকেও। তিনি করেন ১৭ বলে ২১ রান। ৭ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তোলে ২ উইকেটে ৪৮ রান।
এরপর রানের গতি কমে যায় আফগানিস্তানের। পাকিস্তানি বোলাররা তাদের চেপে ধরেন। প্রমোশন পেয়ে চার নম্বরে নেমেছিলেন করিম জানাত। কিন্তু ঠিক টি-২০র ব্যাটিংটা করতে পারেননি। ১৯ বল খেলে মাত্র ১৫ রান করে মোহাম্মদ নওয়াজকে তুলে মারতে গিয়ে ক্যাচ হন জানাত।
১৪তম ওভারে শাদাব খানকে ছক্কা হাঁকিয়েছিলেন নাজিবুল্লাহ জাদরান। তবে পরিণতি ভালো হয়নি। ওই ওভারেরই শেষ বলে আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে লংঅনে ধরা পড়েন নাজিবুল্লাহ। করেন ১১ বলে ১০ রান।
পরের ওভারের প্রথম বলে আরও এক উইকেট হারায় আফগানরা। নাসিম শাহর দুর্দান্ত এক ডেলিভারিতে ইনসাইডেজ হয়ে স্টাম্প হারান অধিনায়ক মোহাম্মদ নাবি, ফেরেন গোল্ডেন ডাকে। ৯১ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফগানিস্তান।
ইব্রাহিম জাদরান ধীরগতিতে খেলছিলেন। ১৭তম ওভারে তাকে তুলে নেন হারিস রউফ। পাকিস্তানি পেসারের গতিময় এক ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন ইব্রাহিম ৩৭ বলে ৩৫ রান করে।
শেষদিকে রশিদ খানের ১৫ বলে ১৮ আর ওমরজাইয়ের ১০ বলে ১০ রানে ১২৯ পর্যন্ত গেছে আফগানিস্তান ইনিংস।
পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হারিস রউফ। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। আরেক পেসার নাসিম শাহ ৪ ওভারে মাত্র ১৯ রানে নেন একটি উইকেট।
সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় পাওয়া পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে আজ। অন্যদিকে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হার মানা আফগানিস্তান দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।
অসুস্থতার কারণে শ্রীলংকার বিপক্ষে খেলতে না পারা আজমতউল্লাহ ওমরজাই আজ খেলছেন। বাদ পড়েছেন সামিউল্লাহ শিনওয়ারি। অন্যদিকে নাভিন-উল-হকের পরিবর্তে একাদশে এসেছেন ফরিদ আহমেদ।
স্কোর
আফগানিস্তান: ১২৯/৬ ওভার ২০
ইব্রাহিম জাদরান: ৩৫
হজরত উল্লাহ জাজাই: ২১
বোলিং
হারিস রৌফ: ২