বিশ্বকাপ বাছাইয়ে ডাচদের দল ঘোষণা
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
বিশ্বকাপ-বাছাইয়ে-ডাচদের-দল-ঘোষণা
আগামী মাস থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের বাছাই খেলার জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
বুধবার নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড এ ঘোষণা দেয়। কাউন্টি ক্রিকেট তারকা রুল্ফ ফন ডার মারউই ও কলিন অ্যাকারম্যান জায়গা পেয়েছেন ১৬ জনের শক্তিশালী এই দলে।
সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে ২-০ তে হোয়াইটওয়াশ হওয়া সিরিজে দলের বাইরে থাকা টিম ফন ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকারেন ও ব্র্যান্ডন গ্লোভারকে ফেরানো হয়েছে।
গত বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়েছিল নেদারল্যান্ডস। ওই দলে খেলা চারজনকে এবারের আসরে দেখা যাবে না।
সাবেক অধিনায়ক পিটার সিলার ও বেন কুপার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এরইমধ্যে। রায়ান টেন ডেসকাট সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। ২১ বছর বয়সী লেগ স্পিনার ফিলিপ বোয়েসেভেইনেরও জায়গা হয়নি এবার।
নেদারল্যান্ডসকে এবারও খেলতে হচ্ছে প্রথম রাউন্ডে। মানে সুপার টুয়েলভে যেতে এই পথ পাড়ি দিতে হবে তাদের।
‘এ’ গ্রুপে তাদের সঙ্গী নামিবিয়া, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাত। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল খেলবে পরের ধাপে। ১৬ অক্টোবর ডাচদের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে।
নেদারল্যান্ডস দল:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, টম কুপার, ব্যাস ডি লিড, ব্র্যান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, স্টেফান মাইবুর্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিঙ্গল, বিক্রম সিং, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রুল্ফ ফন ডার মারউইক, পল ফন মিকারেন।