শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন: শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ০৮:১০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
শিক্ষাপ্রতিষ্ঠানে-রাজনীতি-নিয়ে-জাতীয়-পর্যায়ে-আলোচনা-প্রয়োজন-শিক্ষামন্ত্রী
বুধবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইতিবাচকতা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো আপত্তি থাকার কথা না। আমরা যে পর্যায়ের রাজনীতি করি রাজনীতিকে ইতিবাচক হতেই হবে। রাজনীতিকে অপব্যবহারও করা হয়েছে নানা সময়ে। আমরা সেই অপব্যবহার চাই না। রাজনীতির আশ্রয় নিয়ে কেউ যেন অন্যায়ভাবে নেতিবাচক কিছু না করে।
তিনি আরো বলেন, যারা রাজনীতি করেন তারা জাতীয় স্বার্থকে সমুন্নত রেখেই রাজনীতি করবেন। যে রাজনৈতিক কর্মকাণ্ড দেশের পরবর্তী প্রজন্মের বড় বড় পরীক্ষাগুলোকে অনিশ্চিত করে তুলতে পারে তেমন কাজ নিশ্চয়ই রাজনীতি নয়। যারা রাজনীতি করেন তারা দায়িত্বশীল আচরণ করবে।