২ লাখের বেশি ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৬:১০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
২-লাখের-বেশি-ঘরের-চাবি-তুলে-দেওয়া-হয়েছে-ত্রাণ-প্রতিমন্ত্রী
বুধবার কক্সবাজারে একটি হোটেলে বাংলাদেশ দ্য রোল মডেল ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শীর্ষক সভায় এসব কথা বলেন তিনি। ইউকেভিত্তিক একটি আন্তর্জাতিক দাতব্য সংগঠন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর আয়োজন করে।
এনামুর রহমান বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে নেয়া শেখ হাসিনার উদ্যোগগুলোকে বাস্তবায়ন করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মাণ করা কক্সবাজারের ৮টি উপজেলায় ৩৪৫ টি সেমি পাকা ঘরের চাবি দরিদ্র পরিবারের মাঝে তুলে দেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সরকারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ দৌজা, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান প্রমুখ।