ভাত ও কাঁচা মরিচের জন্য থাইল্যান্ডে অস্থির ছিলেন বুবলী, কেন?
প্রকাশিত : ০৫:২০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
ভাত-ও-কাঁচা-মরিচের-জন্য-থাইল্যান্ডে-অস্থির-ছিলেন-বুবলী-কেন
শুধু দর্শক বা শ্রোতা নন, ‘দিল দিল’ গানের ভক্ত নায়িকা শবনম বুবলীও। গানের লোকেশনগুলো তার ভীষণ পছন্দের ছিল। আর সেটির শুটিং হয়েছিল থাইল্যান্ডে। গানের কোরিওগ্রাফি করেছিলেন আদিল শেখ।
শুটিং সময়ের কথা মনে করে বুবলী বলেন, আমার ফিল্ম ক্যারিয়ারে প্রথম ‘দিল দিল’ গানের শুটিংয়ে অংশ নিই। কিছু ড্রেস আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম। পরে কিছু কিনেছিলাম। অল্প সময় হলেও প্রস্তুতি নিয়েই গানটির শুটিং করেছিলাম। আমরা সকাল থেকে রাত পর্যন্ত গরমের মধ্যে শুটিং করি। লাঞ্চের সময় আমার ক্ষেত্রে মজার ঘটনা ঘটে। স্পেশালি দেশের বাইরে গেলে সেখানকার লোকাল খাবার ট্রাই করি। পাশাপাশি লাঞ্চ বা ডিনারে খাবার হিসেবে ভাতের সঙ্গে কাঁচা মরিচ থাকতেই হয়। কিন্তু থাইল্যান্ডে ভাত পাচ্ছিলাম না। তখন মনে হয়েছিলো একটু ভাত খেতে পারলে ভালো হতো। ভাত খেয়ে রেস্ট করে তারপর শুটিং শুরু করব। সেই সময় ভাত ও কাঁচা মরিচের জন্য মনটাও খারাপ ছিল। আমার মন খারাপটা লক্ষ করেন কো-অ্যাক্টর শাকিব খান।
শৈশব থেকেই বুবলী প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করেন। বাসায় সেভাবেই তার জন্য রান্না করা হতো। তার খাবারের প্লেটেও ৭/৮টি কাঁচা মরিচ থাকা চাই–ই। তা না হলে যেন খাবার হজম হয় না। শুটিং শুরুর পরও সেই অভ্যাস রয়ে গেছে।
সেসময় বুবলী আরো জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন একটা সরব নন তিনি। তেমন একটা ফেসবুক লাইভেও আসা হয় না তার। তবে এবার আড়াল ভেঙে হঠাৎ তার লাইভে আসার কারণ ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানানো।
‘বসগিরি’ গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ছবির পরিচালক শামীম আহমেদ।