শিগগিরই বৈঠকে বসছেন পুতিন ও শিং জিনপিং
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
শিগগিরই-বৈঠকে-বসছেন-পুতিন-ও-শিং-জিনপিং
বুধবার বেইজিংয়ে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত অন্ড্রে ডেনিসভ সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামী দশ দিনের মধ্যে আমাদের নেতারা সামারকান্দে বৈঠকে বসবেন। আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি। এ সম্মেলন অতিব গুরুত্বপূর্ণ। কারণ মহামারি করোনার পর এটি পূর্ণভাবে হচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, অনলাইন সম্মেলনে পুরোদস্তুর নয় এ কথা আমি বলতে চাই না। তবে নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ আলোচনার মান ভিন্নতর হয়। সম্মেলনে একক বা অধিক এবং বিভিন্ন সময়ে, বিভিন্ন দলে বৈঠক হবে। আমরা পুরোদস্তুর বৈঠকের প্রস্তুতি নিচ্ছি। নেতারা তাদের সব আলোচ্য বিষয় নিয়ে কথা বলবেন। আমরা আমাদের চীনের বন্ধুত্বের সঙ্গে সেই নিয়ে কাজ করছি।
উল্লেখ্য, সাংহাই কো-অপারেশনের সম্মেলনটি আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সামাকান্দে হবে।
সূত্র-তাস