উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট সামিটে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার
প্রকাশিত : ০৪:১০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
উইমেন-স্পিকার্স-অব-পার্লামেন্ট-সামিটে-যোগ-দিতে-ঢাকা-ছাড়লেন-স্পিকার
উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠেয় উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিটে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার সকালে উজবেকিস্তানের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। সামিট শেষে ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন স্পিকার।
জানা গেছে, সফরকালে উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিটের এড্রেসিং দ্য রিস্কস অব দ্য পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস এন্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ডসহ বিভিন্ন সেশনে অংশগ্রহণের কথা রয়েছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর। সামিট অংশগ্রহণ শেষে ১১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।