সাব্বিরের কণ্ঠে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সাব্বিরের-কণ্ঠে-লড়াই-চালিয়ে-যাওয়ার-প্রত্যয়
এমন সুযোগ হাতছাড়ার পরও অধ্যবসায় ও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় সাব্বিরের কণ্ঠে।
এশিয়া কাপ শেষে দলের সব খেলোয়াড় দেশে ফিরলেও ফেরেননি সাব্বির রহমান। তার ফেসবুক প্রোফাইলে দেখা গেছে দুবাইতে এখনো সহধর্মিণীকে সঙ্গে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি।
অবশ্য গতকাল রাতে সাব্বিরের ব্যক্তিগত প্রোফাইলে দেখা গেল আরেকটি পোস্ট। সেখানে তিনি লিখেছেন বার বার ব্যর্থ হওয়ার পরও চেষ্টা চালিয়ে যাওয়াই হলো অধ্যবসায়। সে পোস্টে সাব্বির যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো
বার বার ব্যর্থ হওয়ার পরও সাফল্য লাভের আশায় চেষ্টা চালিয়ে যাওয়াই হলো অধ্যবসায়। অধ্যবসায়ের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা চাই আর সেগুলো হলো উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা, স্ব-বিশ্বাস, অভ্যাস, ধৈর্য, প্রচেষ্টা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাফল্য লাভের অদম্য আকাঙ্খা। এর সবকিছুর সমন্বয় হলো অধ্যবসায়..।
ধারণা করা হচ্ছে আবারো জাতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সাব্বির। ১২ সেপ্টেম্বর হতে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ক্লাস শুরু। সেখানে এই হার্ড হিটার ব্যাটারকে দেখা যাবে কিনা সে উত্তর জানা যাবে কিছুদিনের মাঝেই।