এখনো যেভাবে ফাইনালে উঠতে পারে ভারত
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
এখনো-যেভাবে-ফাইনালে-উঠতে-পারে-ভারত
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটের হেরে যায় ভারত। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শ্রীলংকার বিপক্ষে তাই জেতাটা খুবই জরুরি ছিল ভারতের জন্য। কিন্তু তা হয়নি। উল্টো লংকানদের কাছে ৬ উইকেটে হেরে গেছে রোহিত শর্মার দল।
মঙ্গলবারের হারে অনেকটা দূরে সরে গেছে ভারতের হ্যাটট্রিক এশিয়া কাপ জয়ের স্বপ্ন। সুপার ফোরে দুই ম্যাচ থেকে দলটি কোনো পয়েন্ট পায়নি। অন্যদিকে শ্রীলংকা প্রথম ম্যাচে আফগানদের ধরাশায়ী করায় ২ ম্যাচ থেকে পূর্ণ চার পয়েন্ট নিয়ে আপাতত সুপার ফোরের টেবিলের শীর্ষে রয়েছে।
সুপার ফোরে শ্রীলংকা তাদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। যদি পাকিস্তান তাদের পরের ম্যাচে আফগানদের কাছে হারে, এরপর লংকানরা পাকিস্তানকে হারাতে পারে এবং ভারত আফগানদের হারিয়ে দেয়; সেক্ষেত্রে টানা ৩ জয়ে ফাইনাল খেলবে শ্রীলংকা।
আবার এ অবস্থায় ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের পয়েন্ট হবে সমান ২ করে। নেট রানরেটের হিসাবে তখন ফাইনালে উঠে যাবে ভারত। তবে অন্য দুই দলের একটির চেয়েও রানরেটে পিছিয়ে থাকলে ফাইনাল খেলা হবে না তাদের।
সুপার ফোরে টানা দুই জয় পেলেও এখনো ফাইনাল নিশ্চিত হয়নি শ্রীলংকার। যদি রশিদ খানরা তাদের বাকি দুই ম্যাচেই জয়লাভ করে এবং শ্রীলংকা পাকিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে শ্রীলংকার সমান পয়েন্ট হবে পাকিস্তান এবং আফগানিস্তানেরও, তাদের মধ্যে নেট রানরেটে এগিয়ে থাকা দুই দল তখন ফাইনাল খেলবে।
তবে এসব সমীকরণের মারপ্যাঁচ অর্থহীন হয়ে যাবে, যদি আজ বুধবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তান আফগানিস্তানকে হারিয়ে দেয়। তখন ৪ পয়েন্ট নিয়ে আজই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে পাকিস্তান এবং শ্রীলংকার।