বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপোরিঝজিয়া বিদ্যুৎকেন্দ্র ঘিরে জাতিসংঘের আহ্বানকে সমর্থন ইউক্রেনের

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

জাপোরিঝজিয়া-বিদ্যুৎকেন্দ্র-ঘিরে-জাতিসংঘের-আহ্বানকে-সমর্থন-ইউক্রেনের

জাপোরিঝজিয়া-বিদ্যুৎকেন্দ্র-ঘিরে-জাতিসংঘের-আহ্বানকে-সমর্থন-ইউক্রেনের

জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নিরাপদ অঞ্চল করতে জাতিসংঘের পারমাণবিক সংস্থার আহ্বানকে সমর্থন করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতিসংঘ বলছে, ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে আক্রমণ দ্রুত বন্ধ হওয়া উচিত।

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু পর জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখল করে রুশ বাহিনী। সেই সময় থেকে কেন্দ্রটি ঘিরে গোলাগুলি হয়েছে। এরজন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দোষারোপ করে আসছে। 

জাতিসংঘ বলছে, গোলাগুলির কারণে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হতে পারে। 

মঙ্গলবার এক সপ্তাহের পরিদর্শন শেষে প্রকাশিত আন্তর্জাতিক পারমাণবিক জ্বালানি সংস্থার (আইএইএ) এক প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে রাশিয়ার সামরিক সরঞ্জামের উপস্থিতি সেখানকার নিরাপত্তা ঝুঁকির মধ্যে রাখবে।

রাফায়েল গ্রসির নেতৃত্বে আইএইএ ১৪টি দল পরিদর্শনের সময় গোলাগুলি হয়েছে। গ্রসি বলছেন, এ সময়ে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। দুটি দল ছাড়া বাকি সব দল জাপোরিঝজিয়া ত্যাগ করেছেন। দুটি দল স্থায়ীভাবে সেখানে থাকার জন্য রয়েছে।

জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে যদি সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরানো হয় তবে তা ইউক্রেন সমর্থন করবে বলে জানান জেলেনস্কি।