বেনজেমার চোটের অবস্থা জানালেন আনচেলত্তি
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
বেনজেমার-চোটের-অবস্থা-জানালেন-আনচেলত্তি
অবশ্য রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, প্রাথমিকভাবে খুব বাজে কিছুর আশঙ্কা করছেন না তারা।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খায় রিয়াল। শিরোপা ধরে রাখার অভিযানে মঙ্গলবার সেল্টিকের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি তারা। ২৯ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান বেনজেমা।
দলও তখন নিজেদের হারিয়ে খুঁজতে থাকে। তবে দ্বিতীয়ার্ধে দারুণ খেলে চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-০ গোলের জয় নিয়ে। এই ম্যাচ জিততে পারলেও লম্বা মৌসুমে অপেক্ষায় কঠিন অনেক চ্যালেঞ্জ। বেনজেমা লম্বা সময়ের জন্য বাইরে গেলে রিয়ালের জন্য সেটা হবে বড় বিপর্যয়।
তবে আপাতত তেমন কিছুর শঙ্কা নেই বলেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন আনচেলত্তি। তিনি বলেন, খুব দুর্ভাবনার কিছু আছে বলে মনে হচ্ছে না। কালকে (বুধবার) পরীক্ষার পর পুরোপুরি বোঝা যাবে। তবে প্রাথমিকভাবে খুব গুরুতর কিছু মনে হচ্ছে না।
তিনি আরো বলেন, পেশীর কোনো চোট কি-না, নিশ্চিত নয় এখনও। হতে পারে স্রেফ কোনো অস্বস্তি অনুভব করছিল সে। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবটুকু জানতে। সম্ভবত সে হাঁটুতে অস্বস্তি অনুভব করছিল। আশা করি, এটা গুরুতর কিছু নয়। আর যদি সেরকম কিছু হয়ও, যথেষ্ট বিকল্প ফুটবলার আমাদের আছে।