বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত থেকে ডিজেল-গ্যাস আনার বিষয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২:১০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

ভারত-থেকে-ডিজেল-গ্যাস-আনার-বিষয়ে-আলোচনা-চলছে-পররাষ্ট্র-প্রতিমন্ত্রী

ভারত-থেকে-ডিজেল-গ্যাস-আনার-বিষয়ে-আলোচনা-চলছে-পররাষ্ট্র-প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারত থেকে এবার ডিজেল কিনতে চায় বাংলাদেশ। এ বিষয়ে রাজনৈতিক স্বদিচ্ছার কথা জানিয়েছে দিল্লি। জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস আমদানির বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দুই প্রধানমন্ত্রীর বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে জ্বালানি খাতে আরো বড় বিনিয়োগ নিয়ে আসতে চায় ভারতের বিখ্যাত আদানি গ্রুপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

তিনি আরো বলেন, দেশে কিছু গোষ্ঠী নিছক হীনমন্যতা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফর নিয়ে সমালোচনা করছে। তারা জানেই না ভারত সরকার তাদের রাষ্ট্রীয় অতিথিদের বিমান বন্দরে নয় রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দিয়ে থাকে।