‘বিউটি সার্কাস’ দিয়ে প্লেব্যাকে অ্যাশেজ
প্রকাশিত : ০১:২০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
বিউটি-সার্কাস-দিয়ে-প্লেব্যাকে-অ্যাশেজ
দীর্ঘ সময় পর এই ব্যান্ডদলটি প্রথমবারের মতো যুক্ত হলো সিনেমার সঙ্গে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নির্মাতা মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার ‘নিরুদ্দেশ’ শিরোনামের গানটির মাধ্যমে।
‘অ্যাশেজ’-এর সব গানের মতো এটি লিখেছেন ও সুর করেছেন জুনায়েদ ইভান।
এ নিয়ে জুনায়েদ ইভান বলেন, ‘বিউটি সার্কাস সিনেমার নির্মাতা মাহমুদ দিদার ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই আমাদের পরিচয়। তখন থেকে গান-চলচ্চিত্র নানা বিষয়ে আমাদের একটা আড্ডা হতো। বছর চারেক আগে তিনি এই সিনেমায় গানের ব্যাপারে বলেন আমাকে। গানের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। খারাপ সময় পেরিয়ে একটা মানুষের ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেটাই এ গানের বিষয়বস্তু।’
২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘বিউটি সার্কাস’। এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। বিউটি নামের এক নারী, যে একটি সার্কাস দল চালায়, তার জীবন-সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এ সিনেমায়।
এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, মনিষা অর্চি প্রমুখ।