সাড়ে ৮টা বাজলেই থেমে যায় পুরো শহর
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার
সাড়ে-৮টা-বাজলেই-থেমে-যায়-পুরো-শহর
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডা শহরে এ নিয়মের প্রচলন রয়েছে। সকাল সাড়ে ৮টায় শহরজুড়ে জাতীয় সঙ্গীত বেজে ওঠে। ৫২ সেকেন্ড ধরে চলতে থাকে এটি।
এ সময় বাজার থেকে শুরু করে ব্যস্ত রাস্তা, পথচারী ও অফিসগামী কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সবাই নিজেদের জায়গায় স্যালুট করে দাঁড়িয়ে পড়েন। এটি ঐ নালগোন্ডা শহরের প্রতিদিনকার দৃশ্য। শহরের ১২টি প্রান্তে মাইকের মাধ্যমে জাতীয় সঙ্গীত বাজানো হয়।
২০২২ সালের ২৩ জানুয়ারি থেকে এ নিয়ম চালু হয়েছে শহরে। ‘জনগণ মন উৎসব সমিতি’র সভাপতি কার্নাতি বিজয়কুমার বন্ধুদের সাহায্যে শহরে এ নিয়ম চালু করেছেন। বিজয়কুমারের দাবি, এর মাধ্যমে মানুষের মনে দেশপ্রেম বাড়ে। ৭ হাজার ১২২ বর্গ কিলোমিটার এ শহরের জনসংখ্যা প্রায় ১৬ লাখ ১৮ হাজার ৪১৬।