বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাড়ে তিন হাজার কিলোমিটার পদযাত্রা করছে কংগ্রেস

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

সাড়ে-তিন-হাজার-কিলোমিটার-পদযাত্রা-করছে-কংগ্রেস

সাড়ে-তিন-হাজার-কিলোমিটার-পদযাত্রা-করছে-কংগ্রেস

নতুন লক্ষ্যে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি শুরু করছে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এ কর্মসূচি শুরু হবে আজ বুধবার। তবে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার থেকে পদযাত্রা শুরু হবে। কংগ্রেসের দাবি, ‘ভারতকে ঐক্যবদ্ধ’ করতে এ পদযাত্রা। ভোটের রাজনীতির সঙ্গে এ যাত্রার কোনো সম্পর্ক নেই।

দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, ‘ভারত জোড়ো যাত্রা’ ভারতীয় রাজনীতির জন্য একটি ‘পরিবর্তনমূলক মুহূর্ত’। এ ধরনের কর্মসূচি ‘দলের পুনর্জাগরণ’ তৈরি করবে।

সম্প্রতি একের পর এক নির্বাচনে ব্যর্থতার ফলে দৃশ্যত কংগ্রেস কিছুটা ঝিমিয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে দলটি। কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ কংগ্রেস ছাড়ার সময় নির্বাচনে ব্যর্থতার জন্য তিনি  রাহুল গান্ধীকে দায়ী করেছেন। তার পরামর্শ ছিল, ‘ভারত জোড়ো’র বদলে প্রথমে ‘কংগ্রেস জোড়ো’ কর্মসূচি নেয়া দরকার।

বুধবার থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে মোট তিন হাজার ৫৭০ কিলোমিটারের পদযাত্রার নেতৃত্বে থাকবেন রাহুল গান্ধী। এ যাত্রা শেষ হবে কাশ্মিরে। পদযাত্রা চলবে ১৫০ দিন। এক দল সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাঁটবে। আরেক দল হাঁটবে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত। প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা করে মোট ২২ থেকে ২৩ কিলোমিটার হাঁটবে তারা। এ সময় তারা কোনো হোটেলে রাত কাটাবে না।

থাকার জন্য ৬০টি বিশেষ শিপিং কনটেইনারের ব্যবস্থা করা হয়েছে। কিছু কনটেইনারে বিছানা, টয়লেট ও এসির ব্যবস্থা থাকবে। নিরাপত্তার কারণে রাহুল গান্ধী একটিতে থাকবেন। অন্যরা ভাগাভাগি করে থাকবেন। কনটেইনারগুলো প্রতিদিন নতুন জায়গায় পার্ক করা হবে। আগামী পাঁচ মাসের আবহাওয়া পরিস্থিতি মাথায় রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।