জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ
প্রকাশিত : ১১:০০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
জেনেভাভিত্তিক-আন্তর্জাতিক-উন্নয়ন-সংস্থায়-চাকরির-সুযোগ
পদের নাম: প্রোগ্রাম অ্যাসোসিয়েট, লার্জ স্কেল ফুড ফর্টিফিকেশন (এলএসএফএফ)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফুড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ম্যানেজমেন্ট ইন ইনফরমেশন সিস্টেম বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় নিউট্রিশন, ফুড সিস্টেম অ্যান্ড ফুড ফর্টিফিকেশনে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এডিবল অয়েল রিফাইনারিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা অ্যানালাইসিস সফটওয়্যারের কাজ জানা থাকতে হবে। রিপোর্ট রাইটিং এবং সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। গ্রাফিক ডিজাইন ও এসপিএসএসের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (তিন বছরের চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে ১১ লাখ ৩৮ হাজার ২৮৪ থেকে ১৩ লাখ ২ হাজার ৩০০ টাকা
সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবন বিমার সুবিধা আছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।