শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বড় সংগ্রহের পথে এগোচ্ছে ভারত

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

বড়-সংগ্রহের-পথে-এগোচ্ছে-ভারত

বড়-সংগ্রহের-পথে-এগোচ্ছে-ভারত

এশিয়া কাপের সুপার ফোরে বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালেও এখন বড় সংগ্রহের পথে এগোচ্ছে রোহিত শর্মার দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভারে তিন উইকেটে ১১৮ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। ভারত এই ম্যাচ হারলে এশিয়া কাপ থেকে ছিটকে যাবে। অন্যদিকে শ্রীলংকা জিতলে তাদের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত হবে।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে রোহিত শর্মার সঙ্গে নামেন কেএল রাহুল। এ ম্যাচেও অফ ফর্ম থেকে বেরোতে পারেননি রাহুল। মহেশ থিকসানার প্রথম ওভারেই লেগ বিফোরের শিকার হন তিনি। এর আগে করেন ৬ রান।

শেষ ৩ ম্যাচেই টানা রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু এদিন তাকে রানের খাতাই খুলতে দেননি দিলশান মাধুশানাকা। ৪ বল খেলে ডাক মারেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

শুরুতেই দুই উইকেট হারানোর পর সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন রোহিত। ত্রয়োদশ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে ৯৭ রান যোগ করেন তারা। এ সময় ৪১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন রোহিত।

সূর্য ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভর করে এখন বড় সংগ্রহের পথেই আছে ভারত।