লিজ ট্রাসকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিভ্রান্তি
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
লিজ-ট্রাসকে-শুভেচ্ছা-জানাতে-গিয়ে-বিভ্রান্তি
দুজনের টুইটারে নামের মিল থাকায় ঘটেছে এমন বিভ্রান্তি। লিস ট্রাসেলের টুইটার অ্যাকাউন্টের নাম @liztruss। অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের টুইটারের নাম দেওয়া হয়েছে @trussliz।
লিজ ট্রাসেলকে লিজ ট্রাস ভেবে শুভেচ্ছা জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী। পরে ভুল বুঝতে পেরে পোস্ট ডিলিটও করে দিয়েছেন। তবে তার আগেই সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছার কথা জানিয়েছেন লিজ ট্রাসেল।
উল্লেখ্য, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দায়িত্ব নেন কনজারভেটিভ পার্টির এই নেতা। মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরালে ট্রাসের কাছে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন রানি দ্বিতীয় এলিজাবেথে। এর আগে, রানীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন।
এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, বরিস জনসন তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রানী তা সদয়ভাবে গ্রহণ করেছেন।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্ষমতা হস্তান্তরটি খুব যত্ন সহকারে করা হয়েছে। রানীর অসুস্থতার কারণে এ বৈঠকগুলো লন্ডনের বাকিংহাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে হয়েছে।
এর আগে, কনজারভেটিভ দলের অপর নেতা প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে বিপুল ব্যবধানে হারিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। দেশটির ইতিহাসে তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।