শুরু হচ্ছে ইউরো সেরা চ্যাম্পিয়ন্স লিগ
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
শুরু-হচ্ছে-ইউরো-সেরা-চ্যাম্পিয়ন্স-লিগ
আজ থেকে শুরু হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আসর চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম দিনেই মাঠে নামবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, তাদের প্রতিপক্ষ সেল্টিক।
প্যারিস সেইন্ট জার্মেই আতিথ্য দেবে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসকে। আর সেভিয়ার বিপক্ষে খেলতে স্পেন যাবে ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় সব ম্যাচ শুরু হবে। আট সপ্তাহে ৬টা রাউন্ডের খেলা।
কাতার বিশ্বকাপের জন্য এবারের আসরটা অন্যান্যবারের চাইতে একটু ব্যতিক্রম। গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হওয়ার আগেই যে শেষ করতে হবে গ্রুপ পর্ব। তাই তো উয়েফার এমন ঠাসা সূচি ।
আজকের সবচেয়ে বড় ম্যাচটা হবে প্যারিসে। পিএসজির আতিথ্য নেবে তুরিনের ওল্ড লেডিরা। নিজ নিজ লিগে তাদের ফর্ম, দুর্দান্ত এক ম্যাচের অপেক্ষায় রেখেছে সমর্থকদের।
দারুণ ছন্দে আছে প্যারিসিয়ানদের তিন সুপার হিরো নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। শুরুতে কিছুটা দ্বন্দ্ব দেখা গেলেও, এখন একটা সুখি পরিবার গালতিয়েরের।
য়্যুভেন্তাসের বিপক্ষে এটাই বড় অস্ত্র পিএসজির। সঙ্গে ইনজুরি মুক্ত স্কোয়াড আশা দেখাচ্ছে তাদের। ড্রাক্সলার এবং পেম্বেলে হাঁটুর ইনজুরিতে ভুগলেও, তাদের ব্যাকআপ ঠিক করে রেখেছেন গালতিয়ের। ১৯৯৬ সুপার কাপের প্রতিশোধ নেয়ার মঞ্চটা তো তৈরিই আছে তাদের জন্য।
তবে, ছেড়ে কথা বলবার পাত্র নয় য়্যুভেন্তাস। সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত লোকাতেল্লি, পারেদেস, কস্টিক, ম্যাককেনিরা। তবে, বেঞ্চের শক্তিতে কিছুটা দুর্বল অ্যালেগ্রি বাহিনী। পগবা, র্যাবিয়ট, চেইসা সবাই যে বসে আছেন হাসপাতালে।