কোহলির ডাক, শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে ভারত
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
কোহলির-ডাক-শুরুতেই-২-উইকেট-হারিয়ে-চাপে-ভারত
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ ওভারে দুই উইকেটে ২২ রান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। বলতে গেলে এই ম্যাচটি ভারতের জন্য বাঁচামরার লড়াই। হারলেই এশিয়া কাপ থেকে ছিটকে যাবে তারা। আর জিতলে শ্রীলংকার ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত হবে।
ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে রোহিত শর্মার সঙ্গে নামেন কেএল রাহুল। এ ম্যাচেও অফ ফর্ম থেকে বেরোতে পারেননি রাহুল। মহেশ থিকসানার প্রথম ওভারেই লেগ বিফোরের শিকার হন তিনি। এর আগে করেন ৬ রান।
শেষ ৩ ম্যাচেই টানা রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু এদিন তাকে রানের খাতাই খুলতে দেননি দিলশান মাধুশানাকা। ৪ বল খেলে ডাক মারেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
ভারতের বিপক্ষে আগের ম্যাচের একাদশই নামিয়েছে শ্রীলংকা। অন্যদিকে ভারত একাদশে এসেছে একটি পরিবর্তন। লেগস্পিনার রবি বিষ্ণুর জায়গায় এসেছেন রবিচন্দ্রন অশ্বিন।