বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীন-রাশিয়া সামরিক মহড়ায় হাজির পুতিন

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

চীন-রাশিয়া-সামরিক-মহড়ায়-হাজির-পুতিন

চীন-রাশিয়া-সামরিক-মহড়ায়-হাজির-পুতিন

চীনসহ মিত্র দেশগুলোকে নিয়ে বিশাল আকারের সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। সেই সামরিক মহড়ায় হাজির হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়া তার মিত্রদের  (দ্য ভস্টক-২০২২) নিয়ে গত ১ সেপ্টেম্বরে সামরিক মহড়া চলছে। যদিও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলমান রয়েছে। এছাড়া এ সামরিক মহড়া এমন সময় চলছে যখন মস্কো ও বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক টানটান উত্তেজনাপূর্ণ।

মঙ্গলবার সারগেভস্কি সামরিক ঘাঁটিতে উপস্থিত হন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্জেই সোগেইও এবং সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভসহ অন্যান্যরা সামরিক মহড়ার শেষ ধাপ পর্যবেক্ষণ করবেন। 

ভ্যালেরি গেরাসিমভ ব্যক্তিগতভাবে সামরিক মহড়াটি পর্যবেক্ষণ করছেন। সেই মহড়ায় সাবেক সোভিয়েত ইউনিয়নের বেশ কয়েকটি দেশ রয়েছে।  এছাড়া মহড়ায় চীন, ভারত, লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া ও সিরিয়ার সৈন্যরা অংশ নিয়েছে। 

আগামী বুধবার পর্যন্ত  রাশিয়ার পূর্বাঞ্চলের অনেক সামরিক ঘাঁটি এবং উপকূলে এ মহড়া চলবে। এ মহড়ায় ১৪০ যুদ্ধবিমান ও ৬০ যুদ্ধজাহাজসহ পাঁচ হাজার সামরিক সরঞ্জামের ইউনিট নিয়ে ৫০ হাজার সৈন্য অংশ নিয়েছে।

সম্প্রতি কয়েক বছর ধরে রাশিয়া ও চীন যৌথভাবে ধারাবাহিকভাবে সামরিক মহড়া পরিচালিত করছে। এসব মহড়া মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক প্রকাশ পাচ্ছে। ইউক্রেনে সেনা পাঠানোর পর চলতি মহড়াটি পুতিনকে আরো শক্তিশালী হিসেবে উপস্থাপন করছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই বলেন, গত সপ্তাহে ভস্টক-২০২২-এর সঙ্গে যুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীরতার লক্ষ্যে সামরিক মহড়ায় অংশ নিয়েছে চীন। এতে বহিঃ শত্রুর হুমকি মোকাবিলায় জোটের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে।