শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসির হাত ধরেই এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

মেসির-হাত-ধরেই-এবার-চ্যাম্পিয়ন্স-লিগ-জিতবে-পিএসজি

মেসির-হাত-ধরেই-এবার-চ্যাম্পিয়ন্স-লিগ-জিতবে-পিএসজি

বার্সেলোনার সঙ্গে সম্পর্ক শেষে লিওনেল মেসি গত বছর প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন। সে সময় সবার আশা ছিল তিনি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমাররা মিলে পিএসজিকে জেতাবেন অধরা চ্যাম্পিয়ন্স লিগ। তবে মাঠের খেলায় তার প্রতিফলন মিলল সামান্যই।

অবশ্য বাস্তবে তা আর হয়নি। মাঠে মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। আর আগের দু’বার সেমিফাইনাল খেলা পিএসজি দ্বিতীয় রাউন্ডের বৈতরণীই পেরোতে পারেনি। তবে চলতি মৌসুমের শুরুটা মেসি করেছেন দারুণভাবেই। নিয়মিত গোল না পেলেও গোল করিয়ে যাচ্ছেন এমবাপ্পে-নেইমারদের নিয়ে।

চলতি মৌসুমে এ পর্যন্ত ৩ গোল করেছেন মেসি, করিয়েছেন ৫ গোল। এর ফলে তার সাবেক আর্জেন্টাইন সতীর্থ সার্জিও অ্যাগুয়েরোর মনে হচ্ছে, মেসি স্বরূপে ফিরে এসেছেন। এখানেই শেষ নয়, এবার মেসিতে ভর করেই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি, বিশ্বাস করেন তিনি।

অ্যাগুয়েরো বলেন, ‘যে দলে মেসি আছে, সেই দলটা সবসময়ই শিরোপার দাবিদার। সে তার সেরা ফর্মে ফিরে এসেছে বলে মনে হচ্ছে। লিও’র সেই জয়ী মানসিকতাটাও আছে, যা একটা দলকে সবকিছু জেতানোর জন্য এটাই সবচেয়ে বেশি জরুরী।’

শুধু মেসিই নন, এমবাপ্পে-নেইমাররাও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অ্যাগুয়েরো। সঙ্গে নিয়ামক হয়ে দাঁড়াবে পিএসজির ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতাও।

তার ভাষায়, ‘সে কেমন লড়াকু মানসিকতার মানুষ, তা আমরা জানি। যদি নেইমার-এমবাপ্পেদের সঙ্গে সে খেলে, তখন তা আরও বেড়ে যায়। পিএসজি ইউরোপে বেশ অভিজ্ঞতাও অর্জন করেছে শেষ কিছু দিনে। এবার ভালো কিছুর আশা করাই যায়।’