বলা মাত্রই বমি করতে পারা লোক খুঁজছে ক্লিনিক
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
বলা-মাত্রই-বমি-করতে-পারা-লোক-খুঁজছে-ক্লিনিক
বলা মাত্রই বমি করতে পারা কর্মী চেয়ে অভিনব এক চাকরির বিজ্ঞাপন দিয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামের একটি ক্লিনিক। আর এ চাকরির বিজ্ঞাপন প্রকাশের পর আবেদনের বন্যাও বয়ে গেছে রীতিমতো।
ঐ ক্লিনিকের মনোরোগবিদ মার্তজে ক্রোজের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম নেদারল্যান্ডস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক আবেদন জমা পড়েছে। যেগুলো যাচাই-বাছাই করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
রাজধানী আমস্টারডামের ‘দ্য কিন্ট ক্লিনিক’ নামের ঐ চিকিৎসাকেন্দ্রে উদ্বেগ, দুশ্চিন্তা ও বিভিন্ন ধরনের মানসিক সমস্যার চিকিৎসা দেওয়া হয়। মানসিক অবস্থা নির্বিশেষে বমি করতে পারেন এমন একজন কর্মী দরকার ঐ চিকিৎসাকেন্দ্রের গবেষকদের।
বিভিন্ন ধরনের ভয় ও মানসিক সমস্যার চিকিৎসা চলাকালীন রোগীদের বমি করার প্রবণতা কেমন থাকে, তা যাচাই করতে খণ্ডকালীন কর্মীর প্রয়োজন প্রতিষ্ঠানটির।
স্থানীয় ওই সংবাদমাধ্যম বলেছে, এখন পর্যন্ত ক্লিনিকটি প্রায় ১০০ জনের কাছ থেকে আবেদন পেয়েছে।
একই পদের একজন কর্মচারী চাকরি ছেড়ে চলে যাওয়ায় এখন নতুন করে কর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। তবে এ চাকরির বেতনের বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরির এ বিজ্ঞপ্তি পোস্ট করেছেন মার্তজে ক্রোজ। স্থানীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, প্রত্যাশার চেয়েও বেশি আবেদন জমা পড়ায় সবার জবাব দেওয়ার সময় পাচ্ছি না।