বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

যুক্তরাজ্যের-প্রধানমন্ত্রীর-দায়িত্ব-নিলেন-লিজ-ট্রাস

যুক্তরাজ্যের-প্রধানমন্ত্রীর-দায়িত্ব-নিলেন-লিজ-ট্রাস

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দায়িত্ব নেন কনজারভেটিভ পার্টির এই নেতা।

মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরালে ট্রাসের কাছে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন রানি দ্বিতীয় এলিজাবেথে।  

এর আগে, রানীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। 

এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, বরিস জনসন তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রানী তা সদয়ভাবে গ্রহণ করেছেন। 

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্ষমতা হস্তান্তরটি খুব যত্ন সহকারে করা হয়েছে। রানীর অসুস্থতার কারণে এ বৈঠকগুলো লন্ডনের বাকিংহাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে হয়েছে।