শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিনিসিয়ুস এখন স্পেনের নাগরিক

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ভিনিসিয়ুস-এখন-স্পেনের-নাগরিক

ভিনিসিয়ুস-এখন-স্পেনের-নাগরিক

স্পেনের নাগরিকত্ব লাভ করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। মাদ্রিদ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে আরো একজন ইউরোপীয়ান ইউনিয়নের বাইরের খেলোয়াড়কে নিবন্ধন করার সুযোগ পাবে রিয়াল। 

এ সম্পর্কে রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ২ সেপ্টেম্বর আমাদের ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র স্প্যানিশ সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। সে কারণে এখন থেকে তিনি ব্রাজিলের পাশাপাশি স্পেনেরও নাগরিক। 

স্প্যানিশ লা লিগার আইনানুযায়ী ইউরোপীয়ান ইউনিয়নের বাইরের খেলোয়াড় নিবন্ধন করার জন্য প্রতিটি ক্লাবের কিছু সীমাবদ্ধতা আছে। ২২ বছর বয়সী ভিনিসিয়ুস ২০১৮ সালে ফ্লামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন।

ধীরে ধীরে নিজেকে তিনি ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়ুস। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বিজয়ী রিয়ালের হয়ে গোল করেছিলেন তিনি। 

এ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভিনিসিয়ুস।