বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিনেমা ‘হালাল’ বলা সেই অভিনেতা ক্ষমা চাইলেন

প্রকাশিত : ০৫:২০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

সিনেমা-হালাল-বলা-সেই-অভিনেতা-ক্ষমা-চাইলেন

সিনেমা-হালাল-বলা-সেই-অভিনেতা-ক্ষমা-চাইলেন

রকিবুল আলম রকিব পরিচালিত ভাইয়ারে ছবি মুক্তি পেয়েছে গত ২ সেপ্টেম্বর। মুক্তির প্রথম দিন হলে দর্শকের আগমন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা রাসেল। ওইদিন এক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, সিনেমা হালাল, পাপমুক্ত। এনিয়ে শুরু হয় জোর সমালোচনা। অবশেষে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন অভিনেতা রাসেল। তিনি বলেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।

রাসেল মিয়া তার ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘আমি রাসেল মিয়া বারবার বলছি সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল, সিনেমা করতে গিয়ে কারও হাত পর্যন্ত ধরিনি, এটা আমি বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি, ভাইয়ারে ছবিটি করতে গিয়ে আমরা ব্যক্তিগত কোনো পাপ করিনি! ব্যক্তিগত পাপ ছাড়াও যে চলচ্চিত্র অঙ্গনে শত শত সিনেমা নির্মাণ হয়ে থাকে আমি সেটাই প্রিয় দর্শকদের বোঝাতে চেয়েছি।’

তিনি আরও লেখেন, ‘আপনারা দেখেছেন ভাইয়ারে ছবি নিয়ে শুটিংয়ের শুরু থেকে প্রচার প্রচারণায় আমি অনেক পরিশ্রম করেছি। এই পরিশ্রমের ফল হিসেবে চিত্রামহল সিনেমা হলে আমি যখন হাউসফুল দর্শক দেখতে পাই, তখন সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত হয়ে কসম খেয়ে বলে ফেলেছি, এই ছবি করতে গিয়ে কোনো পাপ করিনি, আমি ক্ষমা চাচ্ছি। আমার এই কথায় যদি কোনো ধর্মপ্রাণ মানুষ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন।’

রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় অভিনয় করছেন, রাসেল মিয়া, এলিনা শাম্মি, সাখাওয়াত সাগর, জারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজন রাজাসহ আরও অনেকে।

সিনেমাটির কাহিনী সংলাপ গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের। আবহ সংগীত করেছেন আশিকুজ্জামান অপু।