শ্বাসযোগ্য করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল চীন
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
শ্বাসযোগ্য-করোনা-ভ্যাকসিনের-অনুমোদন-দিল-চীন
বিশ্বে প্রথমবারের মত শ্বাসযোগ্য কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে চীন। কনভিডেসিয়া এয়ার নামের এই ভ্যাক্সিন তৈরি করেছে চীনা কোম্পানি ক্যান্সিনো বায়োলজিক্স ইনকরপোরেটেড।
চীনের জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন জানায়, ভ্যাকসিনটি বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে। আর ক্যান্সিনো জানায়, এটি সার্স কোভ-২ এর বিপরীতে বেশ কার্যকর। মাত্র এক শ্বাস গ্রহণেই পাওয়া যাবে ভালো ফলাফল।
আরো পড়ুন>> নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার আগেই দুই ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত এটি করোনা প্রতিরোধে শতকরা ৬৬ ভাগ কার্যকর এবং গুরুতর রোগের বিরুদ্ধে শতকরা ৯২ ভাগ কার্যকর।