নেতার দিকে তাকিয়ে হাসি-বিদ্রুপ, গ্রেফতার ৪!
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
নেতার-দিকে-তাকিয়ে-হাসি-বিদ্রুপ-গ্রেফতার-৪
পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কোনো ধরনের চার্জ ছাড়াই ওই চার যুবককে ২৪ ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল।
জানা গেছে, মুসলিম লিগ নেতা আতাউল্লাহ তারারের নির্দেশে জাইন, তৈমুর, সালমান ও কাদির নামে চার যুবককে ইসলামাবাদের কোহসার পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছিল।
কোহসার পুলিশ জানিয়েছে, ওই চার যুবক একটি রেস্টুরেন্টে আতাউল্লাহ তারারের দিকে তাকিয়ে হেসেছিল এবং তাকে ‘চোর’ বলে অভিহিত করেছিল।
ধারণা করা হচ্ছে, ওই চার যুবক ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থক। ইমরান খানের সমর্থকরা পাকিস্তানের অন্যন্য রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিভিন্ন সময় অশোভন মন্তব্য করে থাকেন।
আরো পড়ুন>> শ্বাসযোগ্য করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল চীন
গত জুলাইয়ে একটি রেস্টুরেন্টে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেন পিটিআইয়ের সমর্থকরা।
মূলত ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার পর অন্যন্য রাজনৈতিক দলগুলোর প্রতি ক্ষোভ বেড়েছে দেশটির সাধারণ মানুষের।
এদিকে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, খুব গুরুতর কোনো কিছু ঘটেনি। ওই চার যুবককে ছেড়ে দেওয়া হবে।