শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেভিস কাপে খেলবেন না জকোভিচ

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ডেভিস-কাপে-খেলবেন-না-জকোভিচ

ডেভিস-কাপে-খেলবেন-না-জকোভিচ

আগামী সপ্তাহ থেকে ভ্যালেন্সিয়ায় শুরু হওয়া ডেভিস কাপের চূড়ান্ত গ্রুপ পর্বের ম্যাচে অংশ নিচ্ছেন না সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ব্যক্তিগত কারণে তিনি খেলছেন না বলে সোমবার দেশটির টেনিস ফেডারেশন জানিয়েছে। 

সাবেক এই নাম্বার ওয়ান এ বছর উইম্বলডনের শিরোপা জিতে ক্যারিয়ারে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখান। কিন্তু কোভিড-১৯ ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানোর কারনে অস্ট্রেলিয়ান ওপেনের পর এ বছর ইউএস ওপেনে অংশ নিতে পারেননি জকোভিচ। 

নিউ ইয়র্কে খেলতে না পারা জকোভিচের ডেভিস কাপে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু সার্বিয়ান অধিনায়ক ভিক্টর ট্রয়সকি জানিয়েছেন, জকোভিচ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

জকোভিচের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, আগামী ২৩-৩৫ সেপ্টেম্বর লন্ডনের ও২ এরিনাতে অনুষ্ঠিতব্য লেভার কাপ হতে পারে তার পরবর্তী টুর্নামেন্ট। এরপরই তেল আবিবে এটিপি ২৫০ ইভেন্ট ও অক্টোবরের শেষে প্যারিস মাস্টার্সে অংশ নিবেন জকোভিচ। 

ডেভিস কাপে গ্রুপ-বি’তে সার্বিয়ার প্রতিপক্ষ স্পেন, দক্ষিণ কোরিয়া ও কানডা।