বিয়ের আসর থেকে ফিলিস্তিনি কনেকে তুলে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ
প্রকাশিত : ১১:৫০ এএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
বিয়ের-আসর-থেকে-ফিলিস্তিনি-কনেকে-তুলে-নিয়ে-গেল-ইসরায়েলি-পুলিশ
রোববার (৪ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলীয় ইসরায়েলের আররাবায় এ বর্বর ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী আররাবায় ওই নববধূর স্বামীর উপস্থিত হওয়া নিষিদ্ধ ছিল। পুলিশ ভেবেছিল ওই নববধূর স্বামী আররাবায় উপস্থিত ছিলেন।
ওই নববধূর আইনজীবী শাদি থাব্বাহ বলেন, বিয়ের সময় তার স্বামী সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাকে গ্রেফতার না করে নববধূকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনার এক ভিডিওতে দেখা যায়, ওই নববধূকে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
আরো পড়ুন>> সন্তানকে বাঁচাতে খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করলেন মা
থাব্বাহ বলেন, পুলিশ তার মক্কেলকে ‘তদন্ত ব্যাহত করার’ জন্য আটক করেছে। তারপর তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং পাঁচ দিনের জন্য গৃহবন্দী থাকার সাজা শোনানো হয়েছে।
তিনি আল-জারমাক নিউজ আউটলেটকে বলেন, আমি বুঝতে পারছি না যে সে তদন্ত কীভাবে ব্যাহত করেছে। ঘটনাস্থলে বর উপস্থিত ছিলেন এবং তাকে গ্রেফতার করা হয়নি, তাহলে পুলিশ কী তদন্তের কথা বলছে?
থাব্বাহ বলেন, পুলিশ পার্টিতে উপস্থিত শিশু ও নারীদের ভয় দেখায়। সেখানে ১৫০ জন পুলিশ সদস্য ছিল যারা বাড়িতে ঢুকে পড়ে। যখন তারা দেখে যে সেখানে বর নেই তখন তারা বাড়িতে তাদের অভিযানের বৈধতা দিতে চায়। তাই তারা নববধূ এবং অন্য ১৫ জন অতিথিকে গ্রেফতার করে।
ভিডিওটি দেখুন...
أعداء الفرح والحياة وكلّ شيء حيّ!
*الاحتلال يختطف عروساً من موكب عرسها في عرابة البطوف بأرضنا المحتلة-٤٨ ويمطر الشارع بوابل من قنابل الغاز
كنت مقهورة حتى شفت العروس ماشية مش فارقة معها…
جدعة يا بنت شعب الأحرار!
الفيديو الأول هنا (١) pic.twitter.com/9NsGNtR9VP