শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঠ থেকে বিদায় নিলে একটা ট্রেন্ড চালু হতো: রাজ্জাক

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

মাঠ-থেকে-বিদায়-নিলে-একটা-ট্রেন্ড-চালু-হতো-রাজ্জাক

মাঠ-থেকে-বিদায়-নিলে-একটা-ট্রেন্ড-চালু-হতো-রাজ্জাক

মুশফিক-তামিমদের ফেইজবুকে অবসরের ঘোষণার বিষয়ে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন সামাজিক মাধ্যমে না হয়ে মাঠ থেকে অবসর নিলেই ভালো হতো, একটা ট্রেন্ড চালু হতো।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। সেখানেই তিনি মুশফিকের অবসর নিয়ে একথা বলেন। 

এ বিষয়ে রাজ্জাক বলেন, ‘মাঠ থেকে বিদায় নিতে পারাটাই ভালো। মুশফিক যদি মাঠ থেকে বিদায় নিতো সেটাই বোধহয় ভালো হতো। যদিও এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর অবসর যখন নিবে ঠিক করেই রেখেছে তাহলে এশিয়া কাপের মাঠ থেকে অবসর নিতো, ম্যাচের সময় বললেও খুব একটা খারাপ হতো না। এটা একটা ট্রেন্ড চালু হতো, সিস্টেম ও চালু হতো। এখন তার সিদ্ধান্ত সে নিয়েছে।’

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে টাইগারদের থেকে বড় কিছুই আশা করছেন নির্বাচক রাজ্জাক। সেসঙ্গে জানালেন এশিয়া কাপে ভালো না করলেও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে যে প্রচেষ্টা দেখিয়েছে টাইগাররা এটা ধরে রাখলে ফলাফল করা কঠিন কিছু না।

আব্দুর রাজ্জাক বলছিলেন, ‘আমি আশা করি বাংলাদেশ যখন বড় কোন টুর্নামেন্ট খেলতে যায় তখন বড় কিছুই করবে। আমি নিজে যখন খেলতাম তখনো যেমন আশা করতাম এখনো ঠিক একইরকম আশা করি। যদিও এবারের এশিয়া কাপে আমরা ভালো কিছু করতে পারেনি, তবে দলের ইন্টেন্ট ছিল অসাধারণ। টি-২০ বিশ্বকাপে যদি দল এমন চিন্তাধারা নিয়ে খেলে তাহলে ফলাফল করা খুব কঠিন কিছু হবে না।’