বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরো ২১৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০৭:১০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

আরো-২১৩-ডেঙ্গুরোগী-হাসপাতালে-ভর্তি

আরো-২১৩-ডেঙ্গুরোগী-হাসপাতালে-ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৫৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ১১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৬৫ জন। এছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।