বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধু ও জাতির বীর সন্তানদের ঋণ শোধের সময় এসেছে: হুইপ

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

বঙ্গবন্ধু-ও-জাতির-বীর-সন্তানদের-ঋণ-শোধের-সময়-এসেছে-হুইপ

বঙ্গবন্ধু-ও-জাতির-বীর-সন্তানদের-ঋণ-শোধের-সময়-এসেছে-হুইপ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন তাদের একমাত্র লক্ষ্য ছিল দেশকে শত্রুমুক্ত করা। বীর মুক্তিযোদ্ধারা কোনো কিছু পাওয়ার আশায় যুদ্ধে অংশ নেননি। এখন বঙ্গবন্ধু ও জাতির বীর সন্তানদের রক্তের ঋণ পরিশোধের সময় এসেছে।

সোমবার দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নে ৬ জন শহিদ বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক নামকরণ ও মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন তিনি।

হুইপ বলেন, বাঙালি জাতিকে শিকলমুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করে গেছেন। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে লাখো শহিদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এ কারণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে শহিদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করেছেন। তাদের বাড়ি তৈরি করে দিয়েছেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের সবক্ষেত্রে নির্ভরতা অর্জিত হবে।

তিনি আরো বলেন, এক সময়ে বিদ্যুৎ সংকটের কারণে দেশের মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। শেখ হাসিনা এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। আইনশৃঙ্খলা ও মানুষের জীবনযাত্রার ব্যাপক উন্নতি হয়েছে।

এ সময় দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ রায়, দিনাজপুর সদরের ইউএনও মর্তুজা আল মুঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।