বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগ্নেয়গিরিতে উঠার সময় ৮ পবর্তারোহীর মৃত্যু

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

আগ্নেয়গিরিতে-উঠার-সময়-৮-পবর্তারোহীর-মৃত্যু

আগ্নেয়গিরিতে-উঠার-সময়-৮-পবর্তারোহীর-মৃত্যু

রাশিয়ার পূর্বাঞ্চলের ক্লিউচেভস্কায়া সোপকা আগ্নেয়গিরিতে উঠতে গিয়ে ৮ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

কামচাটকা উপদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ছয়জন নিহতের খবর পাওয়া গেলেও পরবর্তীতে আরো দু’জনের মৃত্যুর খবর জানা যায়। এছাড়া সেখানে আরো চারজন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

দু’জন পথ নির্দেশকসহ ১২ সদস্যের দলটি গত মঙ্গলবার ৪ হাজার ৭৫৪ মিটার উচ্চতার চূড়ায় তাদের আরোহণ শুরু করে। তারা সবাই রাশিয়ার নাগরিক।

যাত্রা শুরু চার দিন পর শনিবার প্রায় ৪ হাজার মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার পর চার পর্বতারোহী তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর পরপরই আরো চার জন মারা যান।

আরো পড়ুন>> ভূমিকম্পে কেপে উঠলো আফগানিস্তান, নিহত ৮

একজন পথ নির্দেশকের পা ভেঙে গেছে বলে জানা গেছে। বাকিদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্লিউচেভস্কায়া সোপকা স্থানীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রাকৃতিক আগ্নেয়গিরির অংশ। কিছু আদিবাসী সম্প্রদায়ের কাছে পর্বতটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত।