শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লকারে হকি স্টিক রাখা সাকিব এখন বিশ্বসেরা ক্রিকেটার 

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

লকারে-হকি-স্টিক-রাখা-সাকিব-এখন-বিশ্বসেরা-ক্রিকেটার 

লকারে-হকি-স্টিক-রাখা-সাকিব-এখন-বিশ্বসেরা-ক্রিকেটার 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) থেকেই উঠে এসেছেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।  আজ থেকে হকির সঙ্গে নাম লিখিয়েছনে এ ক্রিকেটার। জানা গেল তার লকারেও থাকতো হকি স্টিক। বিকেএসপিতে সাকিবের রুমমেট ছিলেন হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। তাই হকির সঙ্গে তার পরিচয় অনেক আগেরই।

সোমবার বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে ফ্রাঞ্চাইজি সাকিবের ই কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্ট।

সেখানেই সাকিব বলেন, আমার রুমমেট ছিলেন হকির। জিমি ভাই, চয়ন ভাইদের অনেক খেলা দেখেছি। বিকেএসপিতে আন্তর্জাতিক অনেক হকি খেলা হতো। তখন দল বেঁধে খেলাও দেখেছি। 

অন্য অনেকের মতো সাকিবের লকারেও থাকত হকি স্টিক, ‘হকি খেলি না খেলি আমাদের সবারই লকারে থাকত হকি স্টিক’।

ক্রিকেটার হয়েও হকির জনপ্রিয়তা ফেরানোর চেষ্টা করছেন সাকিব। তিনি বলেন, বাংলাদেশের অন্য অনেক খেলার তুলনায় হকির সম্ভাবনা ভালো। তাই একজন খেলোয়াড় হিসেবে আমি হকির উন্নয়নে চেষ্টা করছি।

ফ্রাঞ্চাইজের মাধ্যমে বাংলাদেশের হকির পরিবর্তন সম্ভব বলে মনে করেনএই ক্রিকেটার, ‘এই লিগ থেকে অবশ্যই কয়েকজন খেলোয়াড় বেরিয়ে আসবে। বাংলাদেশের হকির পজিশনও ভালো। আশা করি একদিন বিশ্বকাপও খেলবে বাংলাদেশ’।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। এ লিগে মোট ম্যাচ হবে ৩৪ টি। প্রতি দলে ১৮ জন খেলোয়াড় থাকবেন। ৬

দলে ৬ জন আইকন খেলোয়াড় খেলবেন।  লিগে প্রতি দলের ৪ জন করে বিদেশি খেলোয়াড় নেয়ার সুযোগ থাকছে। প্রতি দলে থাকবে বিদেশি কোচও। ম্যাচ পরিচালনার জন্য এই লিগে মানসম্মত বিদেশি আম্পায়ারও থাকবে।

মোনার্ক মার্ট ছাড়াও একমি গ্রুপ, ওয়ালটন গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক,রুপায়ন গ্রুপ দল নিয়েছে। আর একটি দলের নাম প্রকাশ করা হয়নি।