শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে জানা গেল কে ছিলেন মুশফিকের পাশে!

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

অবশেষে-জানা-গেল-কে-ছিলেন-মুশফিকের-পাশে

অবশেষে-জানা-গেল-কে-ছিলেন-মুশফিকের-পাশে

রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক টি-২০থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। 

এদিকে মুশফিকের এমন ঘোষণায় বিসিবি বলছে, তারা এখনো অবসরের আবেদন গ্রহণ করেনি। মুশফিকের বিষয়টি নিয়ে তারা আলোচনায় বসবে।

এদিকে মুশফিকের অবসরের বিষয়টি জানার পর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মাহমুদ উল্লাহ তাকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। একই সঙ্গে সেটি দেখা যায় তার ইনস্টাগ্রামেও।  

রিয়াদ লিখেন, ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনাটা ছিল হৃদয়বিদারক। কিন্তু আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ার ও অর্জন তুমি দারুণ করেছ। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-২০ খেলা ছিল আনন্দের। তোমার কাজের ধরন যেকোনো ফরম্যাটে অনুপ্রেরণা হয়ে থাকবে। ’

মাহমুদ উল্লাহর এ প্রতিক্রিয়ার কৃতজ্ঞতার অভিব্যক্তিতে উত্তরও দিয়েছেন মুশফিক।  

মুশি লিখেন,‘সব সময় আমার পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন। ’

উল্লেখ্য যে, এবারের এশিয়া কাপে মুশফিকের পারফর্মেন্স খুব একটা বলার মতো না। আফগানিস্তানের বিপক্ষে ৪ বলে ১ রান ও শ্রীলংকার বিপক্ষে ৫ বলে ৪ রান করেন মুশফিক। তারপরই তাকে নিয়ে নেটিজেনরা আলোচনা-সমালোচনা শুরু করেন।